ইইউকে ‘কঠিন’ পরিণতির হুঁশিয়ারি পুতিনের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইইউকে ‘কঠিন’ পরিণতির হুঁশিয়ারি পুতিনের
পুতিনের সোভিয়েত পুনরুদ্ধার ও ন্যাটো আক্রমণের কোন আগ্রহ নেই বলে জানিয়েছে ক্রেমলিন। ছবি: রয়টার্স

পশ্চিমা বিশ্বে আটকে থাকা রাশিয়ান সম্পদ ইউক্রেনের সামরিক বা পুনর্গঠন তহবিলে ব্যবহারের যেকোনো প্রচেষ্টাকে ‘ডাকাতি’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল শুক্রবার এক বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে তাদের ‘কঠিন পরিণতির’ মুখোমুখি হতে হবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ইউরোপের বিভিন্ন দেশে থাকার রুশ সম্পদ জব্দ করে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত তা অনুমোদন করতে ব্যর্থ হয় ইইউ। এর পরপরই পুতিন তার কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘‘এই পরিকল্পনা বাস্তবায়ন করা হতো একটি প্রকাশ্য ডাকাতি। তারা কেন এই ডাকাতি করতে পারছে না? কারণ ডাকাতদের জন্য এর পরিণতি অত্যন্ত কঠিন হতে পারে।’’

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রায় ৩০০ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ জব্দ বা হিমায়িত করে রেখেছে। এই বিপুল পরিমাণ অর্থের লভ্যাংশ বা মূল অংশ ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ও সামরিক খাতে ব্যয় করার জন্য ইইউ দেশগুলোর ওপর চাপ রয়েছে। তবে রাশিয়ার পাল্টা ব্যবস্থার ভয়ে অনেক দেশই সরাসরি এই সম্পদ ব্যবহারে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে।

সম্পর্কিত