সিলেটে হাদি হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সিলেটে হাদি হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
হাদি হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ও সমাবেশ। ছবি: চরচা

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখা।

আজ শুক্রবার জুমার নামাজের পর বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

শাহীন আহমদ বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত হাদির হত্যার বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ ছাত্রশিবিরের আন্দোলন চলমান থাকবে।

শাহীন আহমদ আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, ছাত্র-জনতা তাদেরও বিচারের মুখোমুখি করবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সভাপতি সিদ্দিক আহমদ।

সম্পর্কিত