চরচা প্রতিবেদক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দিল্লি সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার দিল্লির বাংলাদেশ হাই কমিশন এ তথ্য জানিয়েছে।
এ সময় প্রধান সব দ্বিপক্ষীয় বিষয় আলোচনায় উঠে এসেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের বাংলাদেশ প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে বৈঠক করেছে।’’
এ সময় সিএসসির কাজ এবং প্রধান প্রধান দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেছেন তারা। তবে দ্বিপক্ষীয় কোনো কোনো বিষয় আলোচনায় ছিল, তা স্পষ্ট করেনি বাংলাদেশ হাই কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।
ভারত মহাসাগরীয় আঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে গেছেন খলিলুর।
আজ বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই গতকাল মঙ্গলবার দিল্লিতে পৌঁছান খলিলুর। আগামীকাল বৃহস্পতিবার কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দিল্লি সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার দিল্লির বাংলাদেশ হাই কমিশন এ তথ্য জানিয়েছে।
এ সময় প্রধান সব দ্বিপক্ষীয় বিষয় আলোচনায় উঠে এসেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের বাংলাদেশ প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে বৈঠক করেছে।’’
এ সময় সিএসসির কাজ এবং প্রধান প্রধান দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেছেন তারা। তবে দ্বিপক্ষীয় কোনো কোনো বিষয় আলোচনায় ছিল, তা স্পষ্ট করেনি বাংলাদেশ হাই কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।
ভারত মহাসাগরীয় আঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে গেছেন খলিলুর।
আজ বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই গতকাল মঙ্গলবার দিল্লিতে পৌঁছান খলিলুর। আগামীকাল বৃহস্পতিবার কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি।