রোববার থেকে বাড়ছে মেট্রো চলাচলের সময়

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রোববার থেকে বাড়ছে মেট্রো চলাচলের সময়
মেট্রোরেল। ছবি: বাসস

রোববার (১৯ অক্টোবর) থেকে আধঘণ্টা আগেই মেট্রোরেলে চড়তে পারবেন নগরবাসী। সকাল ৭টার পরিবর্তে আজ থেকে সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে শুরু হবে মেট্রোরেলের যাত্রা। রাত ১০টা ১০ মিনিটে মতিঝিল স্টেশন থেকে ছাড়বে দিনের শেষ ট্রেনটি।

২০২২ সালের ডিসেম্বরে যাত্রা শুরু হয়েছিল ঢাকা মেট্রোরেলের। এমআরটি–৬ নামে পরিচিত মেট্রোর প্রথম লাইনের শুরুতে চালু হয়েছিল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এরপর ২০২৩ সালের নভেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চালু হয়। এরপর দুই ধাপে মেট্রোর সময়সূচি বাড়ানো হয়।

চালুর পর থেকেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠে মেট্রোরেল। মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন ৪ লাখের বেশি যাত্রী যাতায়াত করে। ঢাকার গণপরিবহনে এটি যুক্ত করেছে ভিন্নমাত্রা।

২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৫টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। এমআরটি–৫ (নর্দান লাইন) ও এমআরটি–১ এর কাজ এরই মধ্যে এগিয়ে চলেছে।

সম্পর্কিত