আমেরিকার সড়কের নাম ‘খালেদা জিয়া স্ট্রিট’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আমেরিকার সড়কের নাম ‘খালেদা জিয়া স্ট্রিট’
বিএনপি মিডিয়া সেল থেকে সংগৃহীত

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের একটি সড়কের নাম ‘খালেদা জিয়া স্ট্রিট’ রাখা হয়েছে। শহরটির সিটি কাউন্সিলে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের সম্মানে এই নামকরণের সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

আজ বৃহস্পতিবার বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ‘বিএনপি মিডিয়া সেল’ এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমিক শহরের ‘কারেপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’ নামে পরিচিত হবে। হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিএনপির মিডিয়া সেল জানায়, যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল।

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সিটি কাউন্সিল অনুমোদন দেয়। বর্তমানে কাউন্সিলটিতে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। কাউন্সিলরদের সক্রিয় প্রচেষ্টায় এই নামকরণ সম্ভব হয়েছে।

বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা এই অর্জনে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানায় বিএনপি মিডিয়া সেল।

সম্পর্কিত