প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের চতুর্থ আয়োজনের পর্দা উঠল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের চতুর্থ আয়োজনের পর্দা উঠল
প্রাইম-ব্যাংকের অনুষ্ঠান। ছবি: প্রাইম ব্যাংক

চার দিনব্যাপী ‘৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট–২০২৫’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গত ২৪ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল শুক্রবার ঢাকার আর্মি গলফ ক্লাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ; আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কার্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম, পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী (অব.), পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লে. কর্নেল এ কে এম সাইফুল বাহার (অব.) এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

অ্যামেচার গলফারদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো হলো–রেগুলার, ভেটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র।

আয়োজকদের মতে, এবারের টুর্নামেন্টে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮৫০ জন গলফার অংশগ্রহণ করছেন।

আগামী ৩১ ডিসেম্বর বুধবার রাত ৮টায় পুরষ্কার বিতরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজন শেষ হবে।

সম্পর্কিত