চরচা প্রতিবেদক

রাজধানীর কাকরাইল সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে একটি বিস্ফোরণ হলেও অপরটি উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার রাত সাড়ে ১০টার পর এই ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার পর একটি মোটরসাইকেল থেকে চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলের একটি চার্চের গেটে বিস্ফোরিত হয়, অপরটি চার্চের ভেতর থেকে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিসি-ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

রাজধানীর কাকরাইল সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে একটি বিস্ফোরণ হলেও অপরটি উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার রাত সাড়ে ১০টার পর এই ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার পর একটি মোটরসাইকেল থেকে চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলের একটি চার্চের গেটে বিস্ফোরিত হয়, অপরটি চার্চের ভেতর থেকে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিসি-ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।