বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা
ভারতের শিলিগুড়ি শহর। ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি। রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধিতার কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

বৃহত্তর শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক উজ্বল ঘোষ বলেন, “২০২৪ সালের ডিসেম্বর থেকে আমাদের সদস্যরা বাংলাদেশিদের জন্য আবাসন সেবা বন্ধ করে দিয়েছিলেন। তবে মানবিক কারণে শিক্ষার্থী এবং চিকিৎসার জন্য আসা রোগীদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে চলমান সহিংসতা এবং ভারত-বিরোধী মন্তব্যের কারণে, আমরা আমাদের হোটেলগুলোতে সব ধরনের বাংলাদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।”

উজ্বল ঘোষ জানান, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল আছে। যারা সবাই কঠোরভাবে এ নিষেধাজ্ঞা মেনে চলবেন।

এছাড়া একটি সূত্র দাবি করছে, এই সংগঠনের বাইরে থাকা আরও ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়, পর্যটন ভিসায় পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য বাংলাদেশি পর্যটকদের একটি প্রধান প্রবেশপথ শিলিগুড়ি। অনেকেই চিকিৎসা এবং শিক্ষার জন্যও এই অঞ্চলে যান।

সম্পর্কিত