বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের মন্তব্য ক্ষুব্ধ করে তুলেছে ক্রিকেটারদের। এম নাজমুল ইসলাম নামের সেই পরিচালকের পদত্যাগও দাবি করেছেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নাজমুল পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছে তারা।
ক্রিকেটারদের দাবি, নাজমুলকে পদত্যাগ করতে হবে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই। নাজমুল কিছু দিন আগে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতের মাটিতে বিশ্বকাপ–বয়কটের কিছুটা বিরুদ্ধাচরণ করেছিলেন। এরপরই নাজমুল নিজের ফেসবুকে তামিমের সমালোচনা করেন। তামিমের বিরুদ্ধে করা মন্তব্য ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছিল। সম্প্রতি নাজমুল ক্রিকেটারদের বেতন–ভাতা নিয়ে মন্তব্য করেছেন। সংবাদমাধ্যমকে বলেছেন, ক্রিকেটাররা খারাপ খেললে তাদের বেতন বা ফি কাটা হয় না। তাহলে বিশ্বকাপে দল না গেলে ক্রিকেটাররা কেন ক্ষতিপূরণ পাবেন।
এই মন্তব্যের পর কোয়াবের সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচের আগে নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। না হলে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখবে ক্রিকেটাররা। তাঁর মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারত্বের সঙ্গে সাংঘর্ষিক।’
ক্রিকেটারদের নিয়ে নাজমুলের মন্তব্যটি ছিল এমন, ‘‘ওরা (ক্রিকেটাররা) খেলতে গিয়ে কিছুই না করতে পারলেও আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি?’ ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটারদের অঙ্গ বলেও মন্তব্য করেন এম নাজমুল, ‘ধরেন বোর্ডটা যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে? আমার দুইটা হাত আছে। এখন আমার শরীরের সাথে হাত। শরীর না থাকলে হাতের কোন কাজ আছে?’’
মিঠুন বলেন, “আপনারা সবাই জানেন, ক্রিকেটারদের নিয়ে যেভাবে কথা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, সেসব কখনই গ্রহণযোগ্য নয়। প্রথমে একজনকে (তামিম) নিয়ে বলা হয়েছে, এখন সব ক্রিকেটারকে নিয়ে বলা হচ্ছে। উনি পুরো ক্রিকেট অঙ্গনকে আহত করেছেন।”
তামিম বিশ্বকাপ বয়কট সংক্রান্ত ব্যাপারে বলেছিলেন, দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এরপরই নাজমুল তামিমকে ‘ভারতের দালাল’ বলেছিলেন।
মিঠুনের কথা, ‘‘আপনারা সবাই জানেন, ক্রিকেটারদের নিয়ে যেভাবে কথা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, সেসব কখনই গ্রহণযোগ্য নয়। প্রথমে একজনকে (তামিম) নিয়ে বলা হয়েছে, এখন সব ক্রিকেটারকে নিয়ে বলা হচ্ছে। উনি পুরো ক্রিকেট অঙ্গনকে আহত করেছেন।”
কোয়াবের প্রতিবাদ ও ক্রিকেট বর্জনের হুমকির মুখে কিছুটা নড়েচড়ে বসেছে বিসিবি। বোর্ড নাজমুলের মন্তব্যকে ‘একান্ত নিজস্ব’ বলে মন্তব্য করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ক্রিকেটারদের কাছে সময়ও চেয়েছে বিসিবি।