ওসমান হাদির নলছিটির বাড়িতে ‘চুরি’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ওসমান হাদির নলছিটির বাড়িতে ‘চুরি’
শরিফ ওসমান হাদি। ছবি: ফেসবুক

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার রাতে হাদির বাড়িতে চুরি হয় বলে তার আত্মীয়রা অভিযোগ তুলেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম চরচাকে বলেন, “রাতে আমাদের টিম টহলে ছিল। তবে চুরির বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা খোঁজ নিচ্ছি।”

ওসি আরিফুল আরও বলেন, “হাদিদের বাড়িতে কেউ ছিল না। সকালের দিকে ঘরের পিছনের একটা জানালা খোলা দেখতে পান স্থানীয়রা। কেউ না থাকায় কোনো জিনিস খোয়া গেছে কি না তা নিশ্চিত করা যাচ্ছে না।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে পল্টনের পল্টন কালভার্ট রোডে গণসংযোগ করার সময় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান বলেন, “আপনাদের কোনো আশার কথা শোনাতে পারছি না। মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে।”

ঢামেকে মস্তিস্কে একটি অস্ত্রপচার শেষে খুলি খুলে রেখে তাকে পাঠানো হয় বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে।

এদিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই সেদিন বিকালেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা।

সম্পর্কিত