আমেরিকা দেশে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যেসব পদক্ষেপ নিয়েছে, তা আদতে গণতন্ত্রের পথ কি? ইরান ও ফিলিস্তিন আমেরিকার সঙ্গে বিরোধ করে কীসের জোরে টিকে আছে? বিশ্ব রাজনীতির নানা সমীকরণের সঙ্গে আছে ডিডলারাইজেশনের মতো বিষয়ও। একদিকে চীনের নেতৃত্বাধীন ব্রিকস, অন্যদিকে আছে আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড, ন্যাটো।