কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র পানি সংকটে ধুঁকছে ইরানের রাজধানী তেহরান। খরা দীর্ঘায়িত হলে শহরটি বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। পানি সংকট মোকাবিলায় নাগরিকরা সালেহ মাজারে বিশেষ নামাজে বৃষ্টি প্রার্থনা করেন, আর বিশেষজ্ঞরা বলছেন সমস্যার মূল বহু বছরের ব্যবস্থাপনাজনিত ত্রুটিতে।