চলতি বছর সেপ্টেম্বরে মৃত্যু ছিল সর্বোচ্চ, ৭৬ জন। গবেষণা বলছে, ২০১৫ সালের তুলনায় ২০৮০ সালে ২০০ কোটি বেশি মানুষ ডেঙ্গু ঝুঁকিতে পড়তে পারে।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ২১৯ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮১৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ৭৮৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬ জন, যার মধ্যে ৪৭ হাজার ৩৪৩ জন পুরুষ ও ২৮ হাজার ৬৮৩ জন নারী। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। মৃত্যুর ক্ষেত্রেও পুরুষের সংখ্যা বেশি।
চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। তার আগে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে।