গল্পের গোড়াতেই জেনেছিলাম, ভিয়েতনাম ব্যুরোর পিকচার এডিটর ও ফটোসাংবাদিক হর্স্ট ফাস ছবিটির ক্যাপশন থেকে স্ট্রিঙ্গারের নাম সরিয়ে নিক উটের নাম বসিয়েছিলেন। সবার বক্তব্য পাওয়া গেলেও এই ফাসের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তার আগেই তিনি মারা যান।
ঢাকার বেঙ্গল শিল্পালয়ে চলছে আলোকচিত্রী নাসির আলী মামুনের ৬৫তম একক আলোকচিত্র প্রদর্শনী ‘শতবর্ষে সুলতান’। প্রদর্শনীতে চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৮টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর (২০২৫) পর্যন্ত।