ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলি, ১৮ জনের প্রাণহানি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলি, ১৮ জনের প্রাণহানি
চিলিতে দাবানলে পুড়ছে বাড়িঘর। ছবি: রয়টার্স

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলির দুটি অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাবরিয়াল বোরিক। প্রাণঘাতি এই দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের নুবল ও বায়োবিও অঞ্চলে নিহতের ঘটনা ঘটেছে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০ হাজার মানুষকে।

উপকূলীয় কনসেপসিওন শহরের সীমান্তের শুকনো বনাঞ্চলে সবচেয়ে বিপজ্জনকভাবে আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় ২৫০ টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দুযোর্গ মোকাবেলা কর্মকর্তারা।

চিলির বন সংস্থা কোনাফ জানিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রোববার দেশজুড়ে মোট ২৪ টি স্থানে আগুন নেভাতে কাজ করছে। এর মধ্যে নুবল এবং বায়োবিওতেই সবেচেয়ে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

দেশটির প্রেসিডেন্ট বোরিক এক্সে এক পোস্টে বলেছেন, “জ্বলতে থাকা মারাত্মক দাবানলের কারণে আমি মহাবিপর্যয় ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।”

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই দুটি অঞ্চলে এ পর্যন্ত আগুনের গ্রাসে চলে গেছে ২০ হাজার হেক্টর জমি। গরম আকহাওয়ায় দমকা বাতাসের কারণে আগুন আরও বাড়ছে।

এতে মানুষের বাড়িঘর আগুনের গ্রাসে চলে যাওয়ার হুমকি সৃষ্টি হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।

চিলির বেশিরভাগ জায়গাতেই গরমের সতর্কতা জারি রয়েছে। আগামী দুই দিনে সান্তিয়াগো এবং বায়োবিওতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি কয়েকবছরে চিলি দফায় দফায় ধ্বংসাত্মক দাবানল দেখছে। দীর্ঘদিন ধরে খরা পরিস্থিতিতে দাবানল আরও বেড়ে যাচ্ছে।

সম্পর্কিত