ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
ছবি: চরচা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আজ শনিবার বিকেল ৫টায় হাসপাতালের ৬ষ্ঠ ও সপ্তম তলায় এই আগুনের সূত্রপাত হয়।

​মুহূর্তের মধ্যেই পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আতঙ্কিত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বড় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও হাসপাতালের ভেতরে এখনো তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত