মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
দুর্ঘটনার প্রতীকী ছবি

মাদারীপুর সদর উপজেলার ঘটককান্দা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়, আজ রোববার একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইকের (অটোরিকশা) মধ্যে এই সংঘর্ষ হয়।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটের দিকে ‘সার্বিক পরিবহনের’ একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকাজ শেষে আইনি প্রক্রিয়া চলমান।

সম্পর্কিত