চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেন।
ইসির তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলে ২৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং জমা দিয়েছেন ৩ জন। রাজশাহী অঞ্চলে মনোনয়নপত্র নিয়েছেন ২৬৯ জন, তবে সেখানে এখনও কেউ জমা দেননি।
খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩০২ জন এবং জমা দিয়েছেন ১ জন। বরিশাল অঞ্চলে মনোনয়নপত্র নিয়েছেন ১৬১ জন, জমা পড়েছে ৭টি। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ১৪১ জন, জমা দিয়েছেন ৮ জন।
ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন, তবে সেখানে জমা দিয়েছেন ২ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৩৯, ৪০৫, ১২৭ ও ২৪০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এসব অঞ্চলে মনোনয়নপত্র জমা দিয়েছেন যথাক্রমে ৭, ০, ১ ও ২ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে। এরপর ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে।
এর আগে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ইসির ১০টি প্রশাসনিক অঞ্চল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেন।
ইসির তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলে ২৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং জমা দিয়েছেন ৩ জন। রাজশাহী অঞ্চলে মনোনয়নপত্র নিয়েছেন ২৬৯ জন, তবে সেখানে এখনও কেউ জমা দেননি।
খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩০২ জন এবং জমা দিয়েছেন ১ জন। বরিশাল অঞ্চলে মনোনয়নপত্র নিয়েছেন ১৬১ জন, জমা পড়েছে ৭টি। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ১৪১ জন, জমা দিয়েছেন ৮ জন।
ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন, তবে সেখানে জমা দিয়েছেন ২ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৩৯, ৪০৫, ১২৭ ও ২৪০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এসব অঞ্চলে মনোনয়নপত্র জমা দিয়েছেন যথাক্রমে ৭, ০, ১ ও ২ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে। এরপর ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে।
এর আগে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ইসির ১০টি প্রশাসনিক অঞ্চল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন।