অন্তর্বর্তী সরকার সহায়তা না করলে ভেনেজুয়েলায় ফের হামলা হবে: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
অন্তর্বর্তী সরকার সহায়তা না করলে ভেনেজুয়েলায় ফের হামলা হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সতর্কবার্তায় বলেছেন, দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যদি ‘সঠিক কাজ না করেন’, তবে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। ২০১৮ সাল থেকে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগেজ ভেনেজুয়েলার তেল-নির্ভর অর্থনীতি এবং গোয়েন্দা সংস্থা তদারকি করতেন। তিনি বর্তমানে দেশটির পরবর্তী উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

'দ্য আটলান্টিক' ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি যদি সঠিক কাজ না করেন, তবে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বড়।’

মার্কিন সেনারা কারাকাস থেকে মাদুরো এবং তার স্ত্রীকে বন্দী করার পর ট্রাম্প প্রাথমিকভাবে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন। তবে পরে রদ্রিগেজ জানান যে, তার দেশ তাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে।

রিপাবলিকান এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, রদ্রিগেজ যদি আমেরিকার সঙ্গে সহযোগিতা না করেন, তবে ভেনেজুয়েলায় দ্বিতীয়বার হামলা চালানোর বিষয়টি নাকচ করা যাচ্ছে না।

ট্রাম্প বলেন, ‘‘ভেনেজুয়েলার তেল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদে আমেরিকার পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন।’’

মাদুরোকে শক্তি প্রয়োগ করে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে ট্রাম্প বলেন, ‘‘সেখানে (ভেনেজুয়েলা) পুনর্গঠন বা শাসন পরিবর্তন আপনারা যে ভাবেই বলুন না কেন, বর্তমান অবস্থার চেয়ে সেটি অবশ্যই ভালো হবে। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।"

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেন যে, অন্য দেশগুলোও মার্কিন হস্তক্ষেপের সম্মুখীন হতে পারে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড সম্পর্কে তিনি বলেন, ‘‘আমাদের গ্রিনল্যান্ড অবশ্যই প্রয়োজন।’’

ট্রাম্প কিউবা সম্পর্কেও সাক্ষাৎকারে কথা বলেছেন। তিনি বলেন, ‘‘কিউবা পতনের দ্বারপ্রান্তে।’’ তিনি বলেন, ভেনেজুয়েলার ভর্তুকি দেওয়া তেল ছাড়া কিউবার পক্ষে টিকে থাকা কঠিন হবে।

কলম্বিয়া এবং মেক্সিকোকে সতর্ক করে তিনি বলেন, ‘‘কলম্বিয়া একজন অসুস্থ ব্যক্তির দ্বারা শাসিত হচ্ছে। তিনি খুব বেশিদিন এটি করতে পারবেন না।’’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, অপারেশন কলম্বিয়া আমার কাছে ভালো পরিকল্পনা মনে হচ্ছে। মেক্সিকো নিয়েও আমাদের কিছু করতে হবে। মেক্সিকোকে তাদের নিজেদের ঠিক করতে হবে।

সম্পর্কিত