চরচা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ফলে হাসনাতের প্রার্থিতা বহাল থাকছে। তবে এই আসনে বিএনপি প্রার্থির প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
হাসনাতের প্রার্থিতা বাতিল চেয়ে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এ আবেদন করেছিলেন। আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
অপরদিকে, ঋণখেলাপির দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলটি দায়ের করেছিলেন হাসনাত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ফলে হাসনাতের প্রার্থিতা বহাল থাকছে। তবে এই আসনে বিএনপি প্রার্থির প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
হাসনাতের প্রার্থিতা বাতিল চেয়ে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এ আবেদন করেছিলেন। আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
অপরদিকে, ঋণখেলাপির দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলটি দায়ের করেছিলেন হাসনাত।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, “একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়, আমরা তাদের সেই সুযোগ দেব না। গণতন্ত্র উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। কোনো রকমের সুযোগ আমরা দেব না। দেশে গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে।”