গাজীপুরের শ্রীপুরে একটি জুটমিলের বাইরে সহকর্মীর হাতুড়ির আঘাতে মো. বিল্লাল হোসেন (৪০) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে শ্রীপুরের টিম এক্স জুটমিল লিমিটেডের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত মো. বিল্লাল হোসেন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নতুন বাঁশকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত বাচ্চু মিয়ার ছেলে।
জীবিকার তাগিদে তিনি গাজীপুরের শ্রীপুর এলাকায় বসবাস করতেন এবং একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, কারখানা থেকে বের হওয়ার সময় পেছন থেকে একই কারখানার এক শ্রমিক হঠাৎ করে বিল্লালের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি জানান, ঘটনার পর প্রথমে বিল্লালকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।