দেশের হয়ে ২১ ম্যাচ খেলে ৭ গোল করে ফেলেছেন শেখ মোরছালিন। তবে সবচেয়ে সেরা অবশ্যই গত ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে করা গোলটি। সেই গোলে যে দেশ জিতেছে, দেশের মানুষ উৎসবে মেতেছে। গোলের সময় কী ভেবেছিলেন মোরছালিন? কীভাবে-ই বা করলেন দুর্দান্ত গোলটি…