মিস জিউফ্রের পরিবার জানিয়েছে, তিনি তার সত্য এবং সাহসের মাধ্যমে ‘একজন ব্রিটিশ রাজপুত্রকে' পদ থেকে সরিয়ে দিতে পেরেছেন। তবে দুঃখের বিষয় হলো, জিউফ্রে এই বছরের শুরুর দিকে আত্মহত্যা করেন।
‘রিজেন্ট ডায়মন্ড’-এর ইতিহাস ভারত থেকেই শুরু। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত গোলকোন্ডা অঞ্চলের কোল্লুর খনি থেকে ১৭শ শতকের শেষ দিকে এক শ্রমিক এটি আবিষ্কার করেছিলেন বলে কথিত রয়েছে।