ওসমান শরিফ হাদির ওপর হামলাকারীরা কি সীমান্ত দিয়ে পালিয়ে গেছে? এ বিষয়ে ১৫ ডিসেম্বর (২০২৫) প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বিজিবি ময়মনসিংহ। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর বলেন, “মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বিজিবি যোগাযোগ করেছে। এরই মধ্যে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় মানব পাচারকারী ফিলিপ নামে এক ব্যক্তিকে বেশি সন্দেহ করা হচ্ছে।”
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।
শরীফুল ইসলাম বলেন, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি দায়িত্ব পালন করছে।
নির্বাচন সামনে রেখে এই সংখ্যা প্রায় এক লাখে উন্নীত করা হবে। এছাড়া বিজিবির ৩৫ হাজার, নৌবাহিনীর পাঁচ হাজার এবং কোস্টগার্ডের চার হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। র্যাবও প্রায় আট হাজার সদস্য নিয়ে নিরাপত্তায় অংশ নেবে।
বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। সকাল থেকে তারা মাঠে টহল দিচ্ছে।