ফরাসি গবেষণা সংস্থার সতর্কবার্তা
ফ্রান্সের গবেষণা সংস্থা ইনস্টিটিউট পাস্তুরের শ্বাসযন্ত্র সংক্রমণ কেন্দ্রের প্রধান সতর্ক করে বলেছেন, বার্ড ফ্লু মিউটেশন হয়ে মানুষ থেকে মানুষে সংক্রমণ হলে তা কোভিড-১৯-এর চেয়েও মারাত্মক মহামারি ডেকে আনতে পারে।
ওএফবি জানিয়েছে, শুধু লেক ড্যু ডেরের কাছেই ৫ হাজারের বেশি মৃত সারস পাওয়া গেছে। এই এলাকায় প্রতি বছর প্রায় ১ লাখ সারস আসে। তাই পরিস্থিতি খুবই গুরুতর।