কম্পিউটারের যুগে এখনো অনেকে রাইটরাইটার ব্যবহার করেন । টাইপরাইটার ও টাইপিস্ট পেশা হারিয়ে যেতে বসেছে।
ঢাকার বিভিন্ন এলাকা, অলিগলিতে ঘুরে বেড়ান ধারওয়ালা আবু তালেব। ছুরি-চাকু-বটি ধার করে দেন তিনি। দিনে ৭০০ থেকে ১ হাজার টাকা আয় হয়। আয় আগে আরও বেশি হতো, আয় দিন দিন কমছে।
কনসালটেন্সি ম্যাককিনসির সাম্প্রতিক জরিপে দেখা যায়, গত এক বছরে এআই-এর প্রভাবে কোন কোন বিভাগে কর্মীসংখ্যা কীভাবে বদলেছে তা জানতে চাইলে ২২ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, এইচআরে কর্মীসংখ্যা সবচেয়ে বেশি কমেছে।