আমেরিকা–ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেও পোর্ট অব স্পেনে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তেমন উদ্বেগ নেই। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক তৎপরতা নিয়েও ক্যারিবীয় দ্বীপে জীবন চলছে স্বাভাবিক ছন্দে।
শরৎকাল সাধারণত নেপালের অর্থনীতির সবচেয়ে প্রাণবন্ত সময়। এ সময় পর্যটকদের ঢল নামে। প্রবাসী নেপালিরা এ সময় বিভিন্ন উৎসবে অংশ নিতে দেশে ফেরেন। হোটেল, পরিবহন, এয়ারলাইনস থেকে শুরু করে খুচরা ব্যবসার দোকানও এ সময় জমজমাট চলে।