
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।

ডিজিটাল মাধ্যমে দুর্নীতির বিস্তার রোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বলেন, ‘‘প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা সকল আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের প্রত্যাশা করছি।’’

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন।

দুদক জানায়, মামলার মূল আসামি মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে আর্থিক ক্ষতি করেছেন। অভিযোগে বলা হয়, তিনি অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ গোপন করতে ‘লেয়ারিংয়ের’মাধ্যমে বিভিন্ন খাতে স্থানান্তর করেছেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি জানান, গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের পরিচালক সালাহউদ্দিন।

দুদক চেয়ারম্যান জানান, শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ছয় মামলা আদালতে চলমান রয়েছে। কিছু মামলার রায় আগামী নভেম্বর মাসে হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

কেনার পাঁচ-ছয় মধ্যেই ডেমু ট্রেন বিকল হতে শুরু করে এবং ৩ বছর আগে সবগুলোই স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।