অনেকের কাছে মোনালিসা একটি সাধারণ পোরট্রেট। শোনা যায়, লিওনার্দো দা ভিঞ্চি নাকি একজন ধনী ব্যবসায়ীর কথায় তার স্ত্রীর ছবিটি এঁকেছিলেন। লিওনার্দোর কাছেও কি মোনালিসা খুব গুরুত্বপূর্ণ ছিল?
প্রায় ৬ লাখ ইউরো দামের এই চিত্রকর্ম হারিয়ে যাওয়ার পর নাওয়া খাওয়া মাথায় উঠেছিল স্প্যানিশ পুলিশের। তন্নতন্ন করে খুঁজেও কোনো হদিস পাওয়া গেল না। এই ঘটনা চাউর হবার সঙ্গে সঙ্গেই স্পেনের পুলিশ তদন্তে নেমে পড়ে।