অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না করে শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি আইনকে দায় দিয়ে সাংবাদিক নিপীড়নের সমস্যা দূর হবে না।
নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করেছে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, আর কোনোদিন দিনের ভোট রাতে হবে না।
তবে আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এটি ব্যক্তিগত দায়ের বিচার, কোনো রাজনৈতিক দলের বিচার নয়। তাই দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ আদালত আমলে নেয়নি।