চরচা ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগেই দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারাবদ্ধ।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপকালে তিনি এ কথা জানান।
বাসস জানিয়েছে, এসময় জর্জিয়েভা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
ইউনূস জানান, সরকার ব্যাংকিং খাত সংস্কার ও রাজস্ব বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে।
এসময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগেই দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারাবদ্ধ।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপকালে তিনি এ কথা জানান।
বাসস জানিয়েছে, এসময় জর্জিয়েভা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
ইউনূস জানান, সরকার ব্যাংকিং খাত সংস্কার ও রাজস্ব বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে।
এসময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।