চরচা প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ৬০ ফিট আল মোবারক মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
এতে ১৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, এ সময় কয়েকজনকে মসজিদে আটকে রাখা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও রয়েছেন। পুরো এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে।

রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ৬০ ফিট আল মোবারক মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
এতে ১৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, এ সময় কয়েকজনকে মসজিদে আটকে রাখা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও রয়েছেন। পুরো এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে।

মামলায় আট গ্রেপ্তার আসামির মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাবেক এসআই ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন। এদের একজন শেখ আবজালুল হক আদালতে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন এবং শহীদ পরিবারের কাছে ক্ষমা চান। অপরদিকে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরও আটজন এখনও পলাতক।