চরচা ডেস্ক

নির্বাচনে পর্যবেক্ষকরা অসততা দেখালে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, “অতীতের ভুল ভ্রান্তি ভুলে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে চায় ইসি। নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। পর্যবেক্ষকদের মাধ্যমেই নির্বাচনকে দেখতে চায় ইসি। তারা অসততা দেখালে নির্বাচন সুষ্ঠু হবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশিরা খুব বেশি রাজনীতি সচেতন। তাই পর্যবেক্ষক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হবে তারা যেন পক্ষপাতমুক্ত হয়।”
এ সময় পর্যবেক্ষকদের বাংলাদেশকে আমেরিকার প্রেক্ষাপটে না ভেবে বাস্তবতা অনুযায়ী কাজ করারও আহ্বান জানান তিনি।

নির্বাচনে পর্যবেক্ষকরা অসততা দেখালে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, “অতীতের ভুল ভ্রান্তি ভুলে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে চায় ইসি। নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। পর্যবেক্ষকদের মাধ্যমেই নির্বাচনকে দেখতে চায় ইসি। তারা অসততা দেখালে নির্বাচন সুষ্ঠু হবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশিরা খুব বেশি রাজনীতি সচেতন। তাই পর্যবেক্ষক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হবে তারা যেন পক্ষপাতমুক্ত হয়।”
এ সময় পর্যবেক্ষকদের বাংলাদেশকে আমেরিকার প্রেক্ষাপটে না ভেবে বাস্তবতা অনুযায়ী কাজ করারও আহ্বান জানান তিনি।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।