রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হলো আ.লীগ কার্যালয়

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হলো আ.লীগ কার্যালয়
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: চরচা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।

এ খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ও নগরীর জিরো পয়েন্টে বিক্ষোভ শুরু হয়। রাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। জুলাই মঞ্চ ও আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীর ব্যানারে কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাসে মিছিল করেন।

একই সময় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টি (এনএসিপি) ও জুলাই মঞ্চের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। রাত সাড়ে ১১টার দিকে জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন।

বিক্ষোভের সময় জুলাই মঞ্চের সদস্য সাকিব হাসান বলেন, “শরিফ ওসমান বিন হাদি ছিলেন দেশপ্রেমিক কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। অন্তর্বর্তীকালীন সরকারকে এর জবাব দিতে হবে।”

এসময় বিক্ষোভকারীরা ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ বলে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে একটি এস্কেভেটর এনে মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত এক এনএসিপি কর্মী বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় হাদি ভাইকে জীবন দিতে হলো। আমরা এই আগ্রাসন আর সহ্য করব না।”

সম্পর্কিত