চরচা প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যু এবং পরবর্তী ঘটনাকে ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
আজ শুক্রবার সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন।
আজাদ মজুমদার পোস্টে লেখেন, ‘‘আমি শোকাহত, দুঃখিত এবং লজ্জিত।’’
বৃহস্পতিবার রাতে হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে ইনকিলাব মঞ্চসহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র–জনতা। তারা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে।
বৃহস্পতিবার রাতেই বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আজ শুক্রবার প্রকাশিতও হয়নি পত্রিকা দুটো।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যু এবং পরবর্তী ঘটনাকে ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
আজ শুক্রবার সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন।
আজাদ মজুমদার পোস্টে লেখেন, ‘‘আমি শোকাহত, দুঃখিত এবং লজ্জিত।’’
বৃহস্পতিবার রাতে হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে ইনকিলাব মঞ্চসহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র–জনতা। তারা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে।
বৃহস্পতিবার রাতেই বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আজ শুক্রবার প্রকাশিতও হয়নি পত্রিকা দুটো।