বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
রেজা কিবরিয়া। ফাইল ছবি

বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসেন কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে রেজা বিএনপিতে যোগ দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রেজা কিবরিয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সামনে আসেন।

অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারে অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে।

এ এম এস কিবরিয়া বিএনপি আমলে ২০০৫ সালে হবিগঞ্জে বোমা হামলায় নিহত হন।

রেজা কিবরিয়া ২০১৮ সালের নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন। পরে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিপক্ষে ভোট করেন।

কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক হয়েছিলেন রেজা। পরে সেই দল ছাড়তে হয়েছিল তাকে।

২০২১ সালে ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নুরের দল বাংলাদেশ গণঅধিকার পরিষদ গঠন হলে সেখানে আহ্বায়ক করা হয় রেজা কিবরিয়াকে।

পরে ভেঙে দুই টুকরো হয় গণঅধিকার পরিষদ। তারপর থেকে এ দলের একাংশের নেতৃত্ব দিয়ে আসছিলেন রেজা কিবরিয়া, ছিলেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে। গত বছর সেই দলও ছাড়েন তিনি। আমজনতার দলেরও আহ্বায়ক ছিলেন রেজা কিবরিয়া।

বিএনপিতে যোগ দিয়ে রেজা বলেন, “বিএনপিতে যোগ দিতে পারায় আমি গর্বিত। বিএনপিই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। নতুন দেশ গড়ার পথচলায় তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করা হবে।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ড. রেজা কিবরিয়া আমাদের দলে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। অনেক চড়াই-উৎরাই পার করে অনেক সংগ্রাম অনেক আত্মত্যাগের পর, গণঅভ্যুত্থানের পর আমরা নতুন একটি বাংলাদেশ করার সুযোগ পেয়েছি। এর ধারাবাহিকতায় আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই লক্ষ্যে কার্যক্রম চালাবে বিএনপি। আমরা আশাবাদী ড. রেজা কিবরিয়া আমাদের এই কার্যক্রমে ভূমিকা রাখবেন। আমরা আশা করছি রেজা কিবরিয়ার এই যোগদান শুধু তার নিজস্ব এলাকা নয়, সারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করবে। তিনি অবশ্যই তার মেধা দক্ষতা দিয়ে বিএনপি চেয়ে কর্মসূচি দিয়েছে তার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন। ”

স্থানীয় পর্যায়ে বিএনপি'র তৃণমূল নেতারা তাদের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আশাবাদী ছিলেন রেজা কিবরিয়ার যোগদানে তারা আশাহত হবেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “তৃণমূল হতাশ হবে এটি একটু ভুল ধারণা। একটি রাজনৈতিক দল নিঃসন্দেহে গড়ে ওঠে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতার শৃঙ্খলার মধ্য দিয়ে। এখানে মেধার একটি বড় ভূমিকা থাকে। মেধাবী মানুষ ছাড়া যোগ্য মানুষ ছাড়া এখানে টিকে থাকা দুষ্কর। আমরা দাবি করি বিএনপিতে সেই মেধাবী মানুষগুলোর অবস্থান আছে এবং বিএনপি সবসময় মেধাবীদের মূল্যায়ন করে। এখন রেজা কিবরিয়ার যোগদানের মধ্য দিয়ে বিএনপি আরো সমৃদ্ধ হল এখানে তৃণমূল কোনভাবেই হতাশ হবে না।”

সম্পর্কিত