চরচা ডেস্ক

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ সোমবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে খেলতে নেওয়া হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।”
আইসিসির এমন বক্তব্যর প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, “আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না, আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব–তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।”
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই৷”
আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ সোমবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে খেলতে নেওয়া হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।”
আইসিসির এমন বক্তব্যর প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, “আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না, আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব–তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।”
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই৷”
আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।