হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বাসস

সবাই মিলে দেশ গড়ার সময় এসেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখার পর বিকেলে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সম্প্রতি হামলায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কথাও উল্লেখ করেন এই নেতা।

এ সময় তারেক রহমান বলেন, “২০২৪ সাল সেদিনের ঘটনা। আমরা দেখেছি তরুণরা কীভাবে সার্বভৌমত্ব রক্ষা করেছে। ২৪ এর সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হাদি চেয়েছিলো মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদিসহ বিগত স্বৈরাচারের সময় গুম খুনের শিকার হয়েছে, তাদের ঋণ শোধ করতে হবে। আমাদের ধৈর্যশীল হতে হবে। তরুণ প্রজন্মের যারা আছে তারাই আগামীর দেশকে গড়ে তুলবেন।’’

তারেক রহমান বলেন, “এদেশে পাহাড়ের লোক আছে, সমতলের আছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিশ্বাসের মানুষ আছে। সবার জন্য নিরাপদ দেশ গড়ে তুলবো। সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। সবাই ঐক্যবদ্ধ হলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ওসমান হাদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলো। জুলাইয়ে, ৭১ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহিদদের রক্তের ঋণ শোধ করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি বলেন, “যেসব জাতীয় নেতারা আছেন সবাই মিলে দেশকে নেতৃত্ব দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। আমরা দেশের শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।”

সম্পর্কিত