প্রায় ২৫ বছর ধরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনের ফুটপাতে কমফোর্ট বিক্রি করেন মাসুদ রানা। বিভিন্ন দেশ থেকে সেকেন্ড হ্যান্ড কম্বল ও কম্ফোর্ট আমদানি করেন তিনি। তার কাছে ২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা দামের কমফোর্ট পাওয়া যায়।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের কাছে একটি কাঁঠাল গাছে অসংখ্য পাখি এসে বসে। গোধূলি হলেই পাখি সব এখানে জড়ো করে রব।