জায়গাটি দেখে বোঝার উপায় নেই, এখানেই রয়েছে একটি বধ্যভূমি। ১৯৭১ সালে মিরপুরে রাইনখোলা এলাকার এই জায়গাটিতে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী এবং সাধারণ বাঙালিদের ধরে এনে হত্যা করত। আগে এখানে একটি স্মৃতিফলক ছিল , সেটিও উধাও।
এক সময়ের মজলুম জনগোষ্ঠীর জালিম হয়ে যাওয়ার বহু উদাহরণ আছে। সাতচল্লিশের আগে ভারতীয় উপমহাদেশে মুসলমানেরা ছিল সংখ্যালঘু মজলুম। দেশ বিভাগের পর পাকিস্তানে সেই মুসলমানেরাই জুলুমবাজ হয়ে ওঠে।