ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের কাছে গারো পাহাড়ের পাদদেশে হাতির পাল। সন্ধ্যা নামলেই এখানে বুনো হাতির দেখা মেলে।
মারা গিয়েছে সান দিয়েগো চিড়িয়াখানার সবচেয়ে প্রবীণ বাসিন্দা গ্যালাপাগোস কচ্ছপ গ্রামা। তার বয়স হয়েছিলো ১৪১ বছর। দীর্ঘায়ু, শান্ত স্বভাবের জন্য অনেক আগে থেকে গ্রামা ছিল ‘ইন্টারনেট সেনসেশন’। তাকে বলা হতো ‘চিড়িয়াখানা রানী’।