রাজধানীর নীলক্ষেতে ব্যানবেইজের সামনের রাস্তায় ভ্যানগাড়ি সাজিয়ে বিদেশি নানা রকম ফল বিক্রি করছেন যুবক আল-আমিন। ব্যতিক্রমী ফলের প্রতি মানুষের আগ্রহ থেকেই তার এই উদ্যোগ। পার্সিমন, কিউই থেকে শুরু করে দামি রামবুটান—সবই পাওয়া যায় তার এই ছোট্ট দোকানে।