ব্যবসা করার কথা আগে কখনো ভাবেননি জেসমিন আক্তার। আগে চাকরি করতেন। একবার চাকরি ছেড়ে আর চাকরি পাচ্ছিলেন না তিনি। পরে এক বন্ধুর অনুপ্রেরণায় শুরু করলেন অনলাইন ব্যবসা। শুরুতে হাতে তৈরি মানিব্যাগ তৈরি করতেন, পরে শুরু করলেন সানগ্লাস বিক্রি।