গার্ডিয়ানকে দেওয়া প্রতিক্রিয়ায় টিউলিপ আরও বলেন, ‘‘তথাকথিত রায়টি আমলে নেওয়ার কিছু নেই। আমি আশা করছি, এই রায়ের সঙ্গেও এমনই হবে। আমার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের আমার ভোটারদের ওপর। বাংলাদেশের এই নোংরা রাজনীতির দ্বারা আমি বিভ্রান্ত হচ্ছি না।’’