এসব ঘটনা ক্রমেই সংকট বাড়িয়ে তুলছে। কেবল বাংলাদেশ নয়, এই উপমহাদেশের নিরাপত্তা প্রশাসনও নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। এর অন্যতম কারণ, এসব যোদ্ধা কয়েকটি দেশে ছড়িয়ে আছেন। এমনকি তারা এরই মধ্যে প্রশিক্ষণও শেষ করেছেন। কয়েকজন বাংলাদেশ থেকে ভারত হয়ে অন্য দেশে যান, যা দেশটির জন্য উদ্বেগের।