আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ছোট বিয়ার বোতলটি দেখতে কেমন? কার্লসবার্গ (Carlsberg) তৈরি করেছে মাত্র ১২ মিলিমিটার উচ্চতার এই অদ্ভুত বোতলটি। এটি একটি চালের দানার সমান এবং এতে ধরে মাত্র এক ফোঁটা (০.০০৫ সেন্টিলিটার) বিয়ার! কিন্তু কেন এত কষ্ট করে এত ছোট বোতল বানানো হলো?