সোভিয়েত যুগে কাজাখাস্তানে পশ্চিমা সঙ্গীত ছিল নিষিদ্ধ। তবুও রিল-টু-রিল টেপ রেকর্ডারের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল মাইকেল জ্যাকসন, বব মার্লের গান। আলমাটির আন্দ্রেই ক্লিমেঙ্কোর ছোট্ট মিউজিয়ামে সংরক্ষিত আছে সেই সংস্কৃতির ইতিহাসের ২০০-র বেশি টেপ রেকর্ডার।