
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দলের সমন্বয়ে গঠিত হচ্ছে নতুন ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’। আজ রোববার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

‘বাংলাদেশে উগ্রপন্থা বিকাশের জন্য আওয়ামী লীগের দায় আছে’ সাম্প্রতিক রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে চরচার সঙ্গে আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

বিএনপি–জামায়াতে ইসলামীর মধ্যে একটি সমঝোতা তৈরি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে গণতন্ত্র মঞ্চের ছয় দলসহ মোট নয়টি রাজনৈতিক দল। এ প্রচেষ্টায় আছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ ও এবি পার্টি। এ সব নিয়ে চরচার সঙ্গে আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), রাষ্ট্র সংষ্কার আন্দোলন ও আপ বাংলাদেশের উদ্যোগে আগামীকাল বিকেল নাগাদ জোটটি আত্মপ্রকাশ করবে। জুলাই গণঅভ্যুত্থানের গড়ে ওঠা ও এর পরবর্তী পর্যায়ে রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বিভিন্ন এজেন্ডায় এ দলগুলোর মধ্যে নৈকট্য ছিল ও আছে।

সামরিক কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে এবি পার্টির এই নেতা বলেন,গুম, খুন, আয়নাঘর এবং লাখো মানুষের জীবনকে বিপর্যস্ত করার পেছনে যারা জড়িত ছিলেন, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করার আয়োজনকে আমরা স্বাগত জানাই।