খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
বাংলাদেশ সরকারের লোগো।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার জন্য আগামীকাল বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এছাড়া শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

আজ মঙ্গলবার সকাল ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সম্পর্কিত