চরচা ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলেও তা নিয়ে শঙ্কিত নন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতের পূর্ণ নিরাপত্তায় রয়েছে।
স্থানীয় সময় রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এই রায়ের একদিন আগে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘‘মামলায় রায় কী হবে, তা আমরা জানি। অন্তর্বর্তী সরকার এটি টেলিভিশনে সম্প্রচার করছে। তারা মাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে। কিন্তু তারা আমার মায়ের সঙ্গে কী করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’’
শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন।
এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন।
তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে করা এই মামলাকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত’ বলেও মন্তব্য করেছেন।
তবে অন্তর্বর্তী সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনার এই দাবি সঠিক নয়। আদালত স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলেও তা নিয়ে শঙ্কিত নন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতের পূর্ণ নিরাপত্তায় রয়েছে।
স্থানীয় সময় রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এই রায়ের একদিন আগে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘‘মামলায় রায় কী হবে, তা আমরা জানি। অন্তর্বর্তী সরকার এটি টেলিভিশনে সম্প্রচার করছে। তারা মাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে। কিন্তু তারা আমার মায়ের সঙ্গে কী করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’’
শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন।
এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন।
তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে করা এই মামলাকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত’ বলেও মন্তব্য করেছেন।
তবে অন্তর্বর্তী সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনার এই দাবি সঠিক নয়। আদালত স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।